আজকে আমরা জানব ডিজিটাল মার্কেটিং কি, কি ভাবে কাজ করে সব কিছু।

ডিজিটাল মার্কেটিং কি?
সাধারণত ডিজিটাল মার্কেটিং হোল ইন্টারনেট এর মাধমে কোন পণ্য বা সেবার প্রচার বা প্রমশন করার প্রক্রিয়া। ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন পদ্ধতি ব্যাবহার করে পণ্য বা সেবার প্রচার করা হয়ে থাকে যেমন- ওয়েবসাইট, ভিডিও মার্কেটিং, ইমেইল মার্কেটিং, এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইত্যাদি। বর্তমানে প্রমশনের এক অন্যতম মাধ্যম হোল ডিজিটাল মার্কেটিং। বর্তমানে ডিজিটাল মার্কেটিং যে কোন বিজনেস এর বিক্রি বারাতে অনেক গুরুত্তপূর্ণ ভুমিকা রাখে। বর্তমানে ডিজিটাল মার্কেটিং এর খরচ বিভিন্ন বিল বোর্ড, বিভিন্ন টেলিভিশন চ্যানেল এর বিজ্ঞাপন খরচের তুলনায় অনেক কম। কিন্তু কার্যকর অনেক বেশি। তাই ডিজিটাল মার্কেটিং দিন দিন এত বেশি জনপ্রিইয় হয়ে উঠছে।

যে কোন বিজনেস এর ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং এর গুরুত্ত ।
বর্তমানে আপনি যদি সফল ভাবে আপনার বিজনেস পরিচালনা করতে চান তাহলে অবশই আপনাকে ডিজিটাল মার্কেটিং এর দিকে গুরুত্ত দিতে হবে। ডিজিটাল মার্কেটিং এর মাধমে খুব দ্রুত সফলতা অর্জন করা যায়। ডিজিটাল মার্কেটিং ই গ্রাহক দের সাথে সংযোগ স্থাপন করে পণ্য বা সেবা বিক্রি করতে সহায়তা করে থাকে।

বি ২ বি ডিজিটাল মার্কেটিং ।
বি ২ বি বিজনেস হোল একজন পাইকারি বিজনেস ম্যান একজন খুচরা বিক্রেতার সাথে যে বিজনেস করে তাকে বলে। ঠিক তেমনি যখন কোন বড় পাইকারি তার পণ্য বিক্রির জন্য ছোট ছোট বিজনেস ম্যান দের খজে ডিজিটাল মার্কেটিং এর মাধমে তখন তাকে বি ২বি ডিজিটাল মার্কেটিং বলে।

বি ২ সি ডিজিটাল মার্কেটিং
বি ২ সি বিজনেস হোল যখন খুচরা বিজনেস ম্যান সরাসরি তার পণ্য চুরান্ত ভক্তার নিকট বিক্রি করে তাকেই বলে। আর বি ২ সি ডিজিটাল মার্কেটিং হোল ডিজিটাল মার্কেটিং এর মাধমে পণ্য বিক্রি করার জন্য চুরান্ত ভক্তা খুজে বের করার একটি আধুনিক পদ্ধতি। যা বর্তমানে মার্কেটিং জগতে সব থেকে বেসি জনপ্রিয় ।

ডিজিটাল মার্কেটিং কত প্রকার এবং কি কি ?
বর্তমানে বহু মাধমে ডিজিটাল মার্কেটিং করা হয়ে থাকে। নিম্নে জনপ্রিয় কিছু মাধমের নাম দেওয়া হলঃ
১. সোশ্যাল মিডিয়া মার্কেটিং
২. অ্যাফিলিয়েট মার্কেটিং
৩. সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন
৪. ভিডিও মার্কেটিং
৫. ইমেল মার্কেটিং
৬. ব্লগ মার্কেটিং
৭. কন্টেন্ট মার্কেটিং ইত্যাদি।

১. সোশ্যাল মিডিয়া মার্কেটিং
সোশ্যাল মিডিয়া মার্কেটিং হোল ফেসবুক, ইউটিউব, টুইটার ইত্যাদি সোশ্যাল মিডিয়া ব্যাবহার করে কোন পণ্য বা সেবার প্রমশন করা। আধুনিক যুগে সোশ্যাল মিডিয়া ইউজার এর সংখ্যা অনেক বেশি তাই এর মাধমে এখন সব থেকে বেশি বিক্রি হয়। আর বিজ্ঞাপন খরচ ও কম।


২. অ্যাফিলিয়েট মার্কেটিং
ডিজিটাল মার্কেটিং আরেকটি অন্যতম মাধ্যম হোল অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং হোল কিমিশন এর মাধমে বিক্রি। মানে আপনি আপনার পণ্য বিক্রি করার জন্য কমিশন এর বিনিময়ে অনলিনে বিক্রয় কর্মী নিয়গ করবেন যদি সে কোন পণ্য বিক্রি করে দিতে পারে তাহলে সে একটি নির্দিষ্ট পরিমান কমিশন পাবে। বর্তমানে অ্যাফিলিয়েট মার্কেটিং অনেক বেশি জনপ্রিয়। অ্যামাজন, ইবে, আলিবাবার মত বড় অনলাইন বিজনেস ম্যান গুল এই মাধ্যম গুল ব্যাবহার করে থাকে।


৩. সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন
সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন ও এক প্রকার ডিজিটাল মার্কেটিং। কারন আপনি যদি আপনার কোন পণ্য সার্চ ইঞ্জিন এ রাংক করাতে পারেন তাহলে আপনার বিক্রি বহুগুন বেরে যাবে। যখন অই পণ্য কেও ইন্টারনেট এ সার্চ করবে আপনার পণ্য টি সবার আগে আসাবে এবং সবাই আপনার ওয়েবসাইট টাই ভিজিট করবে এতে আপনার বিক্রি বেশি হবে।


৪. ভিডিও মার্কেটিং
বর্তমানে ডিজিটাল মার্কেটিং এর সব থেকে কার্যকর মার্কেটিং পদ্ধতি হোল ভিডিও মার্কেটিং। বর্তমানে মানুষ টেক্সট পরতে চায় না সকলেই ভিডিও দেখতে পছন্দ করে। তাই যদি আপনি একটি ভিডিওর মাধমে আপনার পণ্য সম্পর্কে সকলকে জানাতে পারেন তাহলে আপনার বিজনেস অল্প দিনেই সফলতা পাবে। কারন মানুষ ভিডিও মাধমে যে কোন কিছু জানতে এখন বেশি পছন্দ করে।


৫. ইমেইল মার্কেটিং

ডিজিটাল মার্কেটিং এর আরেকটি মাধ্যম হোল ইমেইল মার্কেটিং। এই পদ্ধতির মাধমে ইমাইল এর মাধমে মেইল করে গ্রাহক কে পণ্য সম্পর্কে জানান হয়ে থাকে। এই পধতি বর্তমানে খুব একটা বেশি কাজ করে না।


৬. ব্লগ মার্কেটিং
ব্লগ মার্কেটিং হল এমন একটি মার্কেটিং পধতি যার মাধমে আপনি যে কোন ব্লগ এ গিয়ে আপনার পণ্য সম্পর্কে বা তার গুনাগুন সম্পর্কে বললেন এবং সেতা ক্রয় কয়ার জন্য আপনার ওয়েবসাইট এর লিংক দিয়ে দিলেন।
আজকের আর্টিকেল এ আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে বেশ কিছু জিনিস আলচনা করলাম। তার পর আপনাদের যদি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কোন কিছু জানার বা বুঝার থাকে অবশই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *