বর্তমানে এই ডিজিটাল যুগ এ যত দিন যাছে ততোই মোবাইল পেমেন্ট মাধ্যম গুল আরও জিনপ্রিয় হয়ে উঠছে। আজকের এই আর্টিকেল এ আমরা জানব অ্যাপল পে নিয়ে। অ্যাপল পে ও একটি মোবাইল পেমেন্ট মাধ্যম। বর্তমানে বিশ্বজুড়ে এর ব্যাপক ব্যাবহার রয়েছে। গুগল পে এর মতই অ্যাপল পে হল অ্যাপল এর একটি নিজস্ব পেমেন্ট সিস্টেম। যার কেবল অ্যাপল ব্যাবহার কারি শুধু ব্যাবহার করতে পারবেন।

অ্যাপল পে কি ?
অ্যাপল পে হল একটি ডিজিটাল মোবাইল পেমেন্ট সার্ভিস বা ডিজিটাল ওয়ালেট যা আইফোন বা ম্যাক ব্যাবহার কারীরাই ব্যাবহার করতে পারবে। তারা এর মাঝে খুব সহজেই যে কোন পেমেন্ট করতে পারবে। এটি যে প্রজুগতি ব্যাবহার করে কাজ করে থাকে টা হোল এনএফসি বা নেয়ার ফিল্ড কমুনিকেশন।
অ্যাপল পে কি করে তার কাজ করে থাকে ?
ব্যাবহার কারি তার অ্যাপল ডিভাইস এর অ্যাপল ওয়ালেট এর সাথে তার ডেবিট বা ক্রেডিট কার্ড সংযোগ করবে তার পর সে অ্যাপল পে এর মাধমে পেমেন্ট করতে পারবে। ব্যাবহার কারির ফেস আইডি, পাস কোড, ফিঙ্গারপ্রিন্ট ইতাদির মাধমে আপ টা লক করা থাকে। আপনি অ্যাপল পে তে লগিইন করতে চাইলে এর যে কোন একটি তথ্য প্রদানের মাধমে লগিন করতে পারবেন। আপনি চিলে আপনার অ্যাপল ওয়াছ এর সাথেও কানেক্ট করতে পারবেন। আপনি আপনার আইফনে পজ মেশিন এর পাশে রেখে পেমেন্ট করতে পারবেন। আপনার অ্যাপল এর ওয়াছ যদি অ্যাপল পে এর সাথে কানেক্ট করা থাকে তবে আপনি আপনার ওয়াছ টি পজ মেশিনের পাশে রেখেও যে কোন পেমেন্ট করতে পারবেন। আপনি আপনার অ্যাপল পে দিয়ে অনলিনে যে কোন ওয়েবসাইট বা আপ এও পেমেন্ট করতে পারবেন ঘরে বসেই।
অ্যাপল পে ব্যাবহার এর মাধমে কি কি সুবিধা পেতে পারি?
অ্যাপল পে এর মাধমে আপনি নিরাপদে লেনদেন করতে পারবেন। কারন অ্যাপল পে ব্যাবহার করার সময় মুল কার্ড নাম্বার কথাও সংরক্ষিত হয় না। প্রতি বার লেনদেন এর সময় আলাদা আলাদা টোকেন ব্যাবহার করা হয় তাই আপনার লেনদেন টি সম্পূর্ণ নিরাপদ থাকে। খুব সহজে এবং খুব দ্রুত লেনদেন করা যায়। আপনি সুধু আপনার আইফনে বা অ্যাপল ওয়াছ যে কোন পস মেশিন এ টাচ করেই যে কোন পেমেন্ট করতে পারবেন। এর জন্য আপনাকে কষ্ট করে আপনার ডেবিট বা ক্রেডিট কার্ড টি বের করতে হবে না। আর আপনি পজ মেশিন এ আপনার আইফন টা ধরার সাথে সাথেই পেমেন্ট সম্পূর্ণ হয়ে যাবে। আপনি অ্যাপল পে এর মাধমে খুব সহজেই ঘরে বসে অনলাইন এর মাধমে শপিং করতে পারবেন। অ্যাপল পে এর মাধমে বাস বা ট্রেনের টিকিত কিনতে পারবেন খুব সহজেই। অ্যাপল পে এর মাধমে আপনি বিভিন্ন মেম্বারশিপ কার্ড, লওয়ালিটি কার্ড ইতাদিও কিনতে পারবেন। আপনি অ্যাপল ওয়াছ ব্যাবহার করেও পেমেন্ট করতে পারবেন কোন ঝামেলা ছারাই।
অ্যাপল পে কোথায় কোথায় আপনি ব্যাবহার করতে পারবেন ?
বর্তমানে অ্যাপল পে বিশ্বের অনেক দেশে ব্যাপক ভাবে ব্যাবহার হচ্ছে। যেমন- যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপ, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, হংকং, জাপান ইত্যাদি।

বাংলাদেশ এ কি অ্যাপল পে ব্যাবহার করা যাবে ?
বর্তমানে বাংলাদেশ এ অ্যাপল পে অফিসিয়ালি চালু হয়নি তাই আপনি বাংলাদেশ এ অ্যাপল পে ব্যাবহার করতে পারবেন না।
অ্যাপল পে ব্যাবহার করতে কি কি ডিভাইস লাগবে?
আপনি যদি অ্যাপল পে ব্যাবহার করতে চান তাহলে অবশই আপনার একটি আইফনে থাকতে হবে এবং যার মডেল হতে হবে আইফন ৬ টা তার পরবর্তী যে কোন মডেল বা অ্যাপল ওয়াছ, ম্যাক ইত্যাদি। একটি অ্যাপল আইডি, অ্যাপল পে সাপোর্ট করে এমন একটি ডেবিট বা ক্রেডিট কার্ড। কার্ডটি আপনার অ্যাপল ওয়ালেট এ সংযোগ করতে হবে। তার পরে আপনার ফেস আইডি বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে অ্যাকাউন্ট টি স্বকীয় করতে হবে। তার পরেই আপনি আপনার অ্যাপল পে দিয়ে যে কোন পেমেন্ট করতে পারবেন খুব সহজেই।
পরিশেষে বলা যায় যে, অ্যাপল পে হোল এই বর্তমান গুজে অনলাইন পেমেন্ট মাধমের এক বিস্ময়কর আবিষ্কার যা এই ডিজিটাল যুগ কে আরও এক ধাপ এগিয়ে দিয়েছে। যদিও এই বিস্ময়কর আবিষ্কারটি এখন পর্যন্ত আমাদের বাংলাদেশ এ চালু হয় নি। তবে ভবিসতে এটি চালু হলে টা মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রে একটি নতুন মাত্রা যোগ করবে। আশা করি খুব শিগ্রই আমাদের দেশেও এতা চালু হবে।
আর্টিকেল টি ভালো লাগবে বন্ধুদের মাঝে শেয়ার করুন আর অ্যাপল পে সম্পর্কে আরও কিছু জানার থাকলে অবশই কমেন্ট এ জানাবেন। ধন্যবাদ।