OnePlus Nord 5 রিভিউ 2025.

OnePlus Nord 5 ফোনটি এই বছরের জুলাই মাসেই বাজারে আনছে OnePlus। আমরা সবাই জানি যে OnePlus ব্র্যান্ডটি খুবী জনপ্রিয় একটি মোবাইল ব্র্যান্ড এবং খুব পরিচিত সকলের কাছে। OnePlus Nord সিরিজের নতুন একটি স্মার্ট ফোন বাজারে আনছে  যার নাম OnePlus Nord 5। এই ফোন এর বিভিন্ন স্পেসিফিকেশন ও বৈশিষ্ট্য ইতিমধ্যেই কোম্পানিটি পাবলিশ করে দিয়েছে। মিড-রেঞ্জ মূল্যের এই ফোন দিয়ে আপনি হাই গেমিং ফিচার ও ফ্ল্যাগশিপ লেভেলের পারফরম্যান্স পাবেন।

চলুন OnePlus Nord 5 ফোনটি স্পেসিফিকেশন গুলো দেখে নেই এক নজরেঃ

ফোনটির স্পেসিফিকেশন/ বৈশিষ্ট্য গুলো হলোঃ

চিপসেট                      ঃ Snapdragon 8s Gen 3

র‍্যাম                            ঃ ৮ জিবি

স্টোরেজ                     ঃ ১২৮ জিবি ও ৫১২ জিবি

ব্যাক ক্যামেরা             ঃ ৫০ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড

ফ্রন্ট ক্যামেরা             ঃ ৫০ মেগাপিক্সেল

বিল্ড ও ফিচার             ঃ AI( Artificial Intelligence), Plus Key ও IP65

ব্যাটারি                        ঃ ৫২০০mAh

চার্জিং                          ঃ ফাস্ট চার্জিং ৮০W

আনুমানিক দাম          ঃ ৫০,০০০ – ৭০,০০০ টাকা

মোবাইল দিয়ে কি করে টাকা ইনকাম করা যায় ?

গেমিং পারফরম্যান্সঃ

OnePlus Nord 5 ফোনটি Snapdragon 8s Gen 3 চিপসেট দিয়ে তৈরি। আর এই চিপসেট টি ৫ জিএনম আর্কিটেকচার দিয়ে তৈরি যার কারনে এই চিপসেট টি অধিক পাওয়ারফুল এবং অনেক কম হিট উৎপন্ন করে থাকে। অপরদিকে গামাদের জন্য রয়েছে LPDDR5X RAM এবং উন্নত কুলিং সিস্টেম। এই ফোনটি দিয়ে আপনি পাবজি কল অফ ডিউটি ইত্যাদি গেম ১৪৪fps এ খেলতে পারবেন।

শক্তিশালী ব্যাটারি ও ফাস্ট চার্জিং সুবিধাঃ

এই ফোনটিতে রয়েছে ৫২০০mAh ব্যাটারি এবং ৮০W ফাস্ট চার্জিং সুবিধা। আপনি মাত্র ৩০ মিনিতেই ০ থেকে ৮০% চার্জ করতে পারবেন। তবে শুনা যাছে যে কিছু ভার্সনে নাকি ৭০০০mAh ব্যাটারি এবং ১০০W ফাস্ট চার্জিং সুবিধাও থাকবে তবে সেই ফোন গুলো বিভিন্ন দেশ ভেদে লঞ্ছ করা হবে।

ক্যামেরা – ব্যাক কামেরা ও ফ্রন্ট কামেরায় রয়েছে ফ্ল্যাগশিপ লুকঃ

ব্যাক ক্যামেরা ঃ

পেছনের ক্যামেরা হলো ৫০ মেগাপিক্সেল জাতে রয়েছে Sony LYT-700 প্রধান সেন্সর এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরাও রয়েছে এর মাধ্যমে আপনি 4K ভিডিও রেকর্ড করতে পারবেন 60fps এ।

ফ্রন্ট বা সেলফি ক্যামেরা ঃ

৫০ মেগাপিক্সেল যা মূলত Samsung JN5 সেন্সর দিয়ে তৈরি আপনি এর মাধমেও 60fps এ 4K ভিডিও রেকর্ড করতে পারবেন।

এই স্পেসিফিকেশনগুলো দেখে খুব সহজেই বলা যায় যে, OnePlus Nord 5 ফটোগ্রাফি ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য অসাধারণ একটি ফোন। আপনি যদি একজন ইউটিউবার হন তাহলে এই ফোনটি হতে পারে আপনার বেস্ট চয়েছ।

ডিসপ্লে- চোখ জুড়ানো ভিজ্যুয়াল ঃ

OnePlus Nord 5 ফোনটি তে রয়েছে হাই কোয়ালিটি ডিসপ্লে। এর ডিসপ্লে সাইজ হচ্ছে ৬.৮৩ ইঞ্চি। OnePlusএই ফোন এর ডিসপ্লে রিফ্রেশ রেট হলো ১৪৪Hz। তবে আপনি শুধু গেম খেলার সময় এই রিফ্রেশ রেট পাবেন। নরমাল মোডে আপনি পাবেন ১২০Hz রিফ্রেশ রেট। আর রেজুলেশন পাবেন প্রায় 1.5K। অর্থাৎ আপনি বুজতেই পারছেন যে স্ক্রিনটি হবে কালার-ফুল এবং ঝকঝকে।

নতুন ফিচার ঃ

OnePlus এর এই ফোনটি এবার নতুন কিছু ফিচার নিয়ে আসছে। OnePlus এর ফোন এ এইবার Plus Key ফিচার দেখা যাবে Alert Slider-এর পরিবর্তে সুধু তাই নয় সাথে AI ফিচারও পাবে গ্রাহকরা। আর আপনি Plus Key ব্যাবহার করে খুব দ্রুতই এই AI ফিচার গুলো অ্যাক্সেস করতে পারবেন। এই Plus Key ফিচারটি অনেকটা iPhone-এর Action Button এর মতো কাজ করবে।

ডিজাইন ও স্থায়িত্ব ঃ

ডিজাইন ও কালারের কথা যদি বলি তাহলে এই ফোনটি তিনটি আকর্ষণীয় কালারে বাজারে আসছে। একটি হলো Dry Ice (সাদা ফ্রস্টেড ফিনিশ), অপর একটি হলো Marble Sands (সোনালি বালির মতো টেক্সচার) এবং Phantom Grey (ডার্ক ও প্রিমিয়াম ফিনিশ)। এই ফোনটা IP65 রেটিং-সহ বাজারে আসছে অর্থাৎ বলাই যায় যে এই ফোনটি ধুলা বালি ও পানি থেকে কিছুতা সুরক্ষিত।

বাংলাদেশে কবে আসবে এবং দাম কেমন হবে?

OnePlus Nord 5 বাংলাদেশে এখনও অফিসিয়ালি পাবলিশ হয়নি, তবে আমাদের পাশের দেশ ভারতে এই জুলাই মাসেই অফিসিয়ালি পাবলিশ হবে বলে জানা গেছে।

দাম কেমন হতে পারে- আশা করা যাছে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ এর ফোন এর দাম প্রায় ৫০,০০০ টাকা হবে। ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ এর ফোন এর দাম প্রায় ৭০,০০০ টাকা হতে পারে। 

যারা গেমিং এর জন্য কিংবা কন্টেন্ট তৈরির জন্য মিড-রেঞ্জর একটি ফ্ল্যাগশিপ ফোন কিনতে চাইছেন তাদের জন্য এই ফোনটি হতে পারে একটি আদর্শ ফোন।

✅ OnePlus Nord 5 আপনি কেন কিনবেন?

১. ফোনটিতে ব্যাবহার করা হয়েছে Snapdragon 8s Gen 3 চিপসেট।

২. ফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেল সামনের ও পেছনের ক্যামেরা – যার মাধ্যমে আপনি 60fps এ 4K ভিডিও রেকর্ড করতে পারবেন।

৩. ১৪৪Hz ডিসপ্লে রয়েছে এই ফোন এ।

৪. গেমিং এর জন্য অপ্টিমাইজড কুলিং সিস্টেম রয়েছে।

৫. ৮০W ফাস্ট চার্জিং সুবিধার সাথে ৫২০০mAh এর বিশাল ব্যাটারি রয়েছে।

৬. ফিচার হিসেবে পাছেন AI ফিচার ও Plus Key –যার মাধ্যমে আপনি স্মার্ট ইউজার এক্সপেরিয়েন্স পাবেন।

৭. এই ফোনটি আকর্ষণীয় ডিজাইন এর সাথে রয়েছে IP65 রেটিং।

সবশেষে বলা যায় যে, OnePlus এর ফোনটি এই বছরের সেরা একটি স্মার্টফোন হবে আশা করা যায়। আপনি এই ফোন এর মাধ্যমে ফ্রি ফাইয়ার, পাবজি, কল অফ ডিউটি ইত্যাদি জনপ্রিয় গেম গুলো খেলতে পারবেন, আপনি এই ফোনটি দিয়ে খুব সুন্দর ও হাই কোয়ালিটি ভিডিও রেকর্ড করতে পারবেন। এক কোথায় বলতে গেলে ফ্ল্যাগশিপ ফিচার সহ  মিড বাজেটের সেরা একটি ফোন আসছে বাজারে।

আপনাদের যদি OnePlus Nord 5 নিয়ে কোন প্রশ্ন থাকে কিংবা এর সাথে অন্য কোন ফোন এর তুলনা করতে চান। অবশই কমেন্ট করে জানাবেন। আর পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না! ধন্যবাদ।

FAQ Section

এই ফোন সম্পর্কে কিছু কমন প্রশ্ন (FAQ)

১. প্রশ্ন ঃ OnePlus Nord 5 বাংলাদেশে কবে লঞ্চ হবে?

উত্তর ঃ আমাদের পাশের দেশ ভারতে আগামি জুলাই মাসের ৮ তারিখ এ OnePlus Nord 5 অফিসিয়ালি পাবলিশ হতে চলেছে। তবে বাংলাদেশে কবে অফিসিয়ালি এই ফোনটি পাওয়া যাবে তা এখনও জানা যায়নি, তবে আশা করা যায় ভারতের পরে খুব দ্রুতই আমাদেরদেশে আসার সম্ভাবনা রয়েছে।

২. প্রশ্ন ঃ ফোনটিতে কত FPS-এ গেম খেলা যাবে?

উত্তর ঃ আপনি এই ফোনটিতে ১৪৪fps এ গেম খেলতে পারবেন।

৩. প্রশ্ন ঃ OnePlus Nord 5 এর দাম বাংলাদেশে কত হতে পারে?

উত্তর ঃ বাংলাদেশের বাজারে এর দাম আনুমানিক ৳৫০,০০০ থেকে ৳৭০,০০০ পর্যন্ত হতে পারে তবে তা সম্পূর্ণ নির্ভর করবে ফোন এর র‍্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্ট এর উপর।

৪. প্রশ্ন ঃ OnePlus Nord 5 এ কোন প্রসেসর ব্যবহার করা হয়েছে?

উত্তর ঃ এই ফোনটিতে মূলত ব্যাবহার করা হয়েছে Snapdragon 8s Gen 3 প্রসেসর যার মাধ্যমে আপনি খুব ভালো ভাবেই হাভি গেমিং করতে পারবেন।

৫. প্রশ্ন ঃ ফোনটির ব্যাটারি ব্যাকআপ কেমন পাওয়া যাবে?

উত্তর ঃ OnePlus Nord 5 এ ব্যাবহার করা হয়েছে ৫২০০mAh ব্যাটারি এবং সাথে পাবেন ৮০W ফাস্ট চার্জিং সুবিধা। যার মাধ্যমে আপনি ৩০-৪০ মিনিটেই আপনার ফোনটি ১০০% চার্জ করতে পারবেন। আর পাওয়ারফুল ব্যাটারি জন্য হেভি ইউজেও ১ দিন ব্যাবহার করতে পারবেন।

One comment

  1. CreatBot D600 Pro 2 is a cutting-edge 3D printing device designed for businesses requiring precision, reliability, and flexibility in 3D printing. As part of the D600 lineup, it incorporates a spacious build volume, advanced dual extruder technology, and top-tier features suitable for industrial use and varied materials.

    CreatBot D600 Series Overview
    The CreatBot D600 and D600 Pro establish new standards for large-scale 3D printers solutions. With a printing area of 600 ? 600 ? 600 mm, these professional large format 3D printers cater to a wide range of industrial 3D printing demands, from big model prototyping to end-use production. The D600 pro series and the latest D600 Pro2 HS introduce further enhancements in performance and material compatibility.

    Main Features and Benefits
    Large Industrial Build Volume

    Build size: 600 ? 600 ? 600 mm
    Ideal for large format 3D printing projects and industrial 3D printing
    Supports technical materials and complex prototypes

    Dual Extrusion and High-Heat Printing

    4th generation dual 1.75mm extruders for multi-material printing
    Right and left-side extruder design for flexible printing process
    Supports high performance 3D materials, including PLA, nylon filament, carbon-fiber, and more
    Maximum extruder temperature: up to 420°C (high temperature)
    Heated build chamber for premium applications

    Precision, Speed and Reliability

    Professional 3d print quality with accurate layer resolution
    Advanced motion system for fast printing and robust performance
    Consistent print speed up to 120 mm/s
    Reliable operation for continuous industrial use

    Supported Materials and Filaments
    Wide Filament Compatibility

    Works with a broad spectrum of filament: PLA, ABS, PC, PETG, PVA, nylon filament, carbon fiber, and more
    Designed for engineering-grade materials and functional prototyping
    Advanced dual extrusion system enables multi-material and soluble support printing

    Uses: Prototyping & Manufacturing
    The CreatBot D600 Pro 2 model and D600 Pro serve a diverse set of applications:

    Rapid prototyping and large scale 3D printing models
    Functional parts for automotive, aerospace, and engineering
    Tooling, jigs, and fixtures for industrial production
    Art, architecture, and creative projects requiring large industrial 3D printing

    Specs

    Model: CreatBot D600 Pro 2, D600 Pro, D600
    Build size: 600 ? 600 ? 600 mm
    Extruder: Dual extruder, 4th generation 1.75mm dual extruders and hotends
    Max nozzle temperature: 420°C
    Bed temperature: up to 100°C
    Filament diameter: 1.75 mm
    Layer height: 0.05 – 0.3 mm
    Supported materials: PLA, ABS, PC, PETG, PVA, nylon, carbon fiber, engineering-grade materials
    Printing speed: up to 120 mm/s
    Chamber: Heated, for improved material properties
    Control: Touchscreen interface
    Supported file types: STL, OBJ, AMF

    Comparison: D600, D600 Pro, and D600 Pro 2
    Key Differences

    D600 model: Entry-level industrial large scale 3d printer for basic applications
    D600 Pro: Enhanced with heated chamber, auto bed leveling, and wider material support
    D600 Pro 2 (professional version): Adds higher printing speed, improved reliability, and HS (high speed) configuration

    Other CreatBot Models

    CreatBot D1000 HS for even larger build volumes
    CreatBot lineup includes industrial and professional 3d printer solutions

    Frequently Asked Questions (FAQ)
    What materials can the CreatBot D600 Pro 2 print?
    The CreatBot D600 Pro 2 is compatible with a wide range of filament types including PLA, ABS, PETG, PC, nylon filament, carbon fiber, and other engineering-grade materials.

    What is the maximum build volume of the D600 Pro 2?
    The printing volume is 600 ? 600 ? 600 mm, supporting large model and industrial 3d printing needs.

    Dual Extruder and High-Temp Support on D600 Pro 2
    Yes, it is equipped with dual extrusion technology and reaches up to 420°C for high-temperature printing process.

    Differences Between D600 Pro 2 and D600 Pro
    The D600 Pro 2 offers higher print speed, improved reliability, and the new HS (high speed) option.

    Conclusion
    The CreatBot D600 Pro 2 and the D600 Pro set the benchmark in the industrial large scale 3d printer category. With exceptional build size, robust dual extrusion system, compatibility with technical materials, and top performance across applications, they empower businesses and engineers to achieve new heights in industrial 3d printing.

    creatbot d600 pro
    creatbot d600 pro 3d printer
    build volume
    print speed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *