আমরা সকলেই কখনও না কখনো গুগল পে এর নাম শুনেছি। আজকের এই আরতচল এর মাধমে আমরা জানব গুগল এর সকল বিসয় বস্তু। তাহলে আর দের না করে চলুন শুরু করা যাক।

বর্তমান যুগে টাকা লেনদেন এর ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন এসেছে। আমরা এখন খুব সহজেই আমাদের হাতে থাকা স্মার্ট ফোন টা ব্যাবহার করে সেকেন্ড এর মাধ্যমেই পেমেন্ট বা টাকা একটি হিসাব থেকে অন্য হিসাবে পাথে পারি। গুগল পে একটি পেমেন্ট মাধ্যম। টেক জায়েন্ট গুগল এই অ্যাপ টি তৈরি করেছে। এর মাধমে আপনি খুব সহজেই আপনার স্মার্ট ফোন টি পজ মেশিন এর উপর ধরলেই টাকা পেমেন্ট হয়ে যাবে। আপনাকে আর কাশ টাকা বহন করতে হবে না। যদিও এত দিন পর্যন্ত গুগল এর এই সুবিধা টা বাংলাদেশ এ ছিল না। তবে এখন শুনা যাছে খুব তারাতারি বাংলাদেশেও এই সুবুধা চালু হতে চলেছে। তাহলে চুলন চালু হবার আগেই আমরা এই গুগল পে সম্পর্কে বিস্তারিত জেনে নেই।
গুগল পে আসলে কি?
গুগল পে হলো একটি ডিজিটাল পেমেন্ট অ্যাপ্লিকেশন, যার মাধমে আমরা খুব সহজেই আমাদের স্মার্ট ফোন টি ব্যাবহার করে যে কোন প্রোডাক্ট এর দাম বা মুলো পরিষদ করতে পারি। এই অ্যাপ্লিকেশন টি তৈরি করেছে টেক জায়েন্ট গুগল।
গুগল পে কাজ কি ভাবে করে ?
আপনি যদি গুগল এর এই গুগল পে ব্যাবহার করতে চান তাহলে অবশই আপনার একটি স্মার্ট ফোন থাকতে হবে। সর্ব প্রথম আপনাকে আপনার স্মার্ট ফোন এ এই সফটওয়্যার টি ইন্সটল করতে হবে। তার পর এই সফটওয়্যার টার সাথে আপনার যে কোন ব্যাংক অ্যাকাউন্ট বা কোন ডেবিট বা ক্রেডিট কার্ড লিঙ্ক করে দিতে হবে। এর পরে আপনি এই সফটওয়্যার টা ব্যাবহার করে খুব সহজে যে কোন পেমেন্ট করতে পারবেন। এই সাধারণত মোবাইল নাম্বার, কিউ আর কোড এবং পজ মেশিনে কাজ করে। অর্থাৎ আপনি চাইলে এর যে কোন একটি মাধমে পেমেন্ট করতে পারবেন। আপনার গুগল পে ব্যাবহার করে।
গুগল পে ব্যাবহার এর মাধমে আমরা কি কি সুবিধা পেতে পারি ?
বর্তমান ডিজিটাল জুগ এ গুগল পে ব্যাবহার এর অনেক সুবিধা রয়েছে। এটি একটি জুগান্তকারি পরিবর্তন। গুগল পে ব্যাবহার করে আমরা খুন সহজে এবং খুব দ্রুত টাকা লেনদেন করতে পারি। কাশ টাকা তুলতে আপনাকে বার বার এটিম বুথ যেতে হবে না। ফিজিক্যাল কাশ বহনের ঝুঁকি নেই। গুগল পে এর মাধমে আপনি যখনি লেনদেন করত যাবেন তখনি একটি পিন কোড আসবে, আপনার ফিঙ্গারপ্রিন্ট লাগবে টার পর পেমেন্ট হবে। তাই বলা যায় যে গুগল পে একটি নিরাপদ লেনদেন এর মাধ্যম। আপনি গুগল পে এর মাধমে যতই লেনদেন করেন না কেন আপনাকে কোন বাড়তি চার্জ দিতে হবে না। গুগল পে সম্পূর্ণ চার্জ মুক্ত। আপনি চাইলে একটি গুগল পে অ্যাকাউন্ট এর সাথে আপনার এক বা একের অধিক বাংক অ্যাকাউন্ট যোগ করতে পারবেন অথবা এক বা অধিক ডেবিট বা ক্রেডিট কার্ড যোগ করতে পারবেন। আপনি আপনার গুগল পে অ্যাকাউন্ট থেকে আপনার ফোন এ রিচারজ করতে পারবেন। আপনার বাসার গ্যাস বিল, কারেন্ট এর বিল, পানির বিল ইত্যাদি সকল বিল খুব সহজেই ঘরে বসে বসেই পেমেন্ট করতে পারবেন। অনেক সময় দেখা যায় যে গুগল পে ব্যাবহার করলে বিভন্ন কাশ ব্যাক অফার ও পাওয়া যায়। আসলে গুগল পে ব্যাবহার এর সুবিধা অনেক। যে কয়টি সুবিধা আলচনা করা হলো এর বাইরেও অনেক সুবিধা রয়েছে।

এখন কি বাংলাদেশ এ গুগল পে ব্যাবহার করা যাবে?
যদিও অন্যান্য দেশে গুগল পে অনেক বেশি পপুলার। তবে আমাদের দেশে গুগল পে এখনও অফিশিয়াল ভাবে চালু হয়নি। তাই আপনি চাইলেও এই মহুরতে গুগল পে ব্যাবহার করতে পারবেন না। তবে হা শুনা যাছে খুব তারাতারি নাকি বাংলাদেশ এ গুগল পে চালু হতে চলেছে। সম্প্রতি একটি নিউজ এসেছে যে সিটি বাংক নাকি খুব শিগ্রই গুগল পে চালু করতে যাছে তাদের কার্ড এর জন্য। যদি এমন টা হয় তবে আপনি গুগল পে সার্ভিস টা ব্যাবহার করতে পারবেন কিন্তু আপনার সিটি বাংক এর অ্যাকাউন্ট বা কার্ড থাকতে হবে। আশা করা যাছে আগামি ২-৩ মাসের মধেই বাংলাদেশও চালু হবে গুগল এর সার্ভিস।
পরিশেষে বলা যায় যে, বর্তমান আধুনিক যুগে গুগল পে সত্যি একটি অসাধারন আবিষ্কার যার সুবিধা সাধারন মানুষের একটি আশীর্বাদ স্বরূপ। আমরা আজকে গুগল পে সম্পর্কে সবকিছুই আলচনা করেছ যে গুগল পে কি, এটা কি ভাবে কাজ করে, এর ব্যাবহার এর সুবিধা কি কি, এর মাধ্যম লেনদেন কতটা নিরাপদ সব কিছুই। তার পরও আপনাদের যদি কোন কছু বুজতে অসুবিধা হয় কিংবা কিছু জানার থাকে অবশই কমেন্ট এ জানাবেন। আজকে এই পর্যন্তই সকলেই ভালো থাকুন। কথা হবে পরের আর্টিকেল এ। ধন্যবাদ।