গ্রাফিক্স ডিজাইন আজকের ডিজিটাল যুগে একটি বহুল আলোচিত ও জনপ্রিয় ইনকাম এর উপায় বা ক্ষেত্র। গ্রাফিক্স ডিজাইন বর্তমানে শুধু একটি পেশা নয়, বরং এটি একটি সৃজনশীলতার এক অসীম জগৎ। যেখানে বিভিন্ন রঙ, রূপ, নকশা এবং বার্তা একত্রিত হয়ে একটি গল্প বলে। আপনি যদি গ্রাফিক্স ডিজাইন শিখতে ইচ্ছুক হন, কিংবা আপনি আপনার পেশা বা ক্যারিয়ার গড়তে চান গ্রাফিক্স ডিজাইন নিয়ে, তবে এই আর্টিকেলটি আপনার জন্য।
গ্রাফিক্স ডিজাইন হোল সাধারণত কোন ওয়েবসাইট এর জন্য লোগো তৈরি করা, ব্যানার তৈরি, ভিজিটিং কার্ড, বুকলেট বা বিজ্ঞাপন তৈরি করা ইত্যাদি। বর্তমানে গ্রাফিক্স ডিজাইন এর চাহিদা দিন দিন বেড়েই যাছে। বর্তমানে আপনি যদি একজন ফ্রিল্যান্সার হতে চান। তাহলে গ্রাফিক্স ডিজাইন হবে আপনার জন্য বেস্ট অপশন।

আপনি গ্রাফিক্স ডিজাইন কে আপনার পেশা হিসেবে বেছে নিতে পারেন। আজকের এই আর্টিকেল এর মাধ্যমে আমরা আলোচনা করব যে আসলে গ্রাফিক্স ডিজাইন কি, আপনি কি করে বা কিভাবে গ্রাফিক্স ডিজাইন শিখতে পারবেন, আপনি কোথা থেকে গ্রাফিক্স ডিজাইন এর কাজ পাবেন এবং ইনকাম করতে পারবেন ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা করব আজ।
গ্রাফিক্স ডিজাইন কী?
গ্রাফিক্স ডিজাইন হলো এমন একটি শিল্প যা ভিজ্যুয়াল কনটেন্ট ব্যবহার করে কোনো বার্তা বা তথ্য উপস্থাপন করে থাকে তবে এতে চিত্র, টাইপোগ্রাফি, রং, আকৃতি ইত্যাদির মাধ্যমে একটি নির্দিষ্ট বার্তা দর্শকদের কাছে পৌঁছে দেয়। আমি যদি সহজভাবে বলি তাহলে, গ্রাফিক্স ডিজাইন হলো ‘আর্ট অব কমিউনিকেশন’সাধারণত — ভিজ্যুয়ালের মাধ্যমে মানুষের মনে প্রভাব ফেলে।
গ্রাফিক্স ডিজাইনের ইতিহাস জেনে নেই খুবি সংক্ষেপে
গ্রাফিক্স ডিজাইনের উৎপত্তি হয়েছিল হাজার বছর আগে। তখন মানুষ সাধারণত বিভিন্ন দেয়ালে চিত্র এঁকে নিজের বার্তা বা কাহিনি প্রকাশ করত। তবে আধুনিক যুগে গ্রাফিক্স ডিজাইনের যাত্রা শুরু হয় প্রিন্টিং প্রেসের আবিষ্কারের মাধ্যমে। গ্রাফিক্স ডিজাইন নতুন মাত্রা পায় তখন যখন বিশ শতকে সকলের কাছে কম্পিউটার এবং ডিজিটাল প্রযুক্তি সহজলভ্য হয়। এখন আমরা যে সকল ডিজাইন দেখি যেমন — লোগো, ব্যানার, ওয়েবসাইট ডিজাইন, বিজ্ঞাপন, মোবাইল অ্যাপের UI এই সকল ডিজাইন সবই গ্রাফিক্স ডিজাইনের অন্তর্ভুক্ত।
আপনি কি করে গ্রাফিক্স ডিজাইন শিখবেন ?
গ্রাফিক্স ডিজাইন একটি সৃজনশীল কাজ আপনি চাইলে খুব সহজেই একজন গ্রাফিক্স ডিজাইনার হতে পারেন। বর্তমানে বেক্তিগত, বিজনেস, সামাজিক ইত্যাদি কাজে ব্যাবহার হছে গ্রাফিক্স ডিজাইন। আপনি যে সকল মাধ্যমে গ্রাফিক্স ডিজাইন শিখতে পারবেন সেগুলো সংক্ষেপে আলোচনা করা হলঃ-
১. অনলাইন টিউটোরিয়াল এর মাধমেঃ আপনি ঘরে বসেই ইন্টারনেট এ এমন অনেক ওয়েবসাইট পাবেন যেখানে ভিডিও টিউটোরিয়াল এর মাধ্যমে গ্রাফিক্স ডিজাইন শিখান হয়। এর মাধ্যম আপনি শিখতে পারেন।
২. অনলাইন কোর্স ঃ আপনি চাইলে অনলাইন এ গ্রাফিক্স ডিজাইন এর উপর কোর্স করতে পারেন। ইন্টারনেট এ আপনি বিভিন্ন ওয়েবসাইট পাবেন যেখানে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার দ্বারা অনলাইন এর মাধ্যমে গ্রাফিক্স ডিজাইন কোর্স করানো হয়। আপনি সেই সকল ওয়েবসাইট এ সাবক্রিপ্সন ফ্রি দিয়েও গ্রাফিক্স ডিজাইন শিখতে পারেন।
৩. বই বা ম্যাগাজিন ঃ আপনি বাজারে অনেক রকম বই পাবেন বা ম্যাগাজিন পাবেন গ্রাফিক্স ডিজাইন এর উপর। আপনি এই সকল বই বা মেগাজিন পরেও গ্রাফিক্স ডিজাইন শিখতে পারেন।
৪. শিক্ষা প্রতিষ্ঠানঃ বর্তমানে বাংলাদেশে অসংখ্য প্রতিষ্ঠান আছে যারা দক্ষ গ্রাফিক্স ডিজাইনার দ্বারা তাদের শিক্ষার্থীদের গ্রাফিক্স ডিজাইন শিখিয়ে থাকেন। আপনি চাইলে এই সকল প্রতিস্থান এর মধ্যে থেকে সব থেকে ভালো একটি প্রতিষ্ঠানে ভর্তি হয়ে যেতে পারেন। তারা আপনাকে ফিজিক্যাল ক্লাস এর মাধ্যমে হাতে কলমে গ্রাফিক্স ডিজাইন শিখিয়ে দিবে। তবে এই ক্ষেত্রে আপনাকে তাদের প্রতিষ্ঠানে গিয়ে শিখতে হবে।
৫. নিজে নিজে অনুশিলনঃ আপনি উপরের সকল মাধ্যম গুলো ছারাও নিজেই ঘরে বসে নিজে নিজে প্র্যাকটিস করার মাধমেও গ্রাফিক্স ডিজাইন এর কাজ শিখতে পারেন।
৬। ফিডব্যাক গ্রহণ ও উন্নতি : বর্তমানে কিন্তু বিভিন্ন ডিজাইন কমিউনিটি রয়েছে আপনি চাইলে সেই সকল কমিউনিটি তে আপনি আপনার নিজের করা ডিজাইন গুল আপলোড করতে পারেন দেকবেন অনেকেই আপনাকে ফিডব্যাক দিচ্ছে। কমিউনিটি গুল হলো Behance, Dribbble ইত্যাদি।

গ্রাফিক্স ডিজাইন এর জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কি কি ?
১। আপনার গ্রাফিক্স ডিজাইন এর কাজের জন্য অবশই একটি কম্পিউটার লাগবে এবং একটি গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার লাগবে। বর্তমানে গ্রাফিক্স ডিজাইন এর জন্য বহু সফটওয়্যার রয়েছে। এর মধ্যে বেশি জনপ্রিয় হোল অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর ইত্যাদি।
প্রয়োজনীয় সফটওয়্যার গ্রাফিক্স ডিজাইনের জন্য কিছু জনপ্রিয় সফটওয়্যার হচ্ছে-
১। Adobe Photoshop (রাস্টার ইমেজ এডিটিংয়ের জন্য)
২। Adobe Illustrator (ভেক্টর ডিজাইনের জন্য)
৩। Canva (বেসিক ডিজাইন, সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য)
৪। Figma / Adobe XD (UI/UX ডিজাইনের জন্য)
গ্রাফিক্স ডিজাইন এর মাধ্যমে অনলাইন ইনকামঃ
আপনি যদি একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন হন বা গ্রাফিক্স ডিজাইন এর কাজ জেনে থাকেন তাহলে আপনি অনলাইন এ আউটসরসিং এর মাধমেও টাকা ইনকাম করতে পারেব। আপনি এখন ঘরে বসেই দেশ-বিদেশের বিভিন্ন ক্লায়েন্টদের বা কম্পানির জন্য ডিজাইনের কাজ করে দিতে পারেন। বর্তমানে বিভিন্ন প্ল্যাটফর্ম যেমন Upwork, Fiverr, Freelancer—গ্রাফিক ডিজাইনের প্রচুর কাজ পাওয়া যায়।
বর্তমান সময়ে অনলাইন ইনকাম এর সব থেকে বেশি জনপ্রিয় মাধ্যম হোল গ্রাফিক্স ডিজাইন। আউটসরসিং এর ক্ষেত্রে এর ব্যাপক চাহিদা রয়েছে। গ্রাফিক্স ডিজাইন এর অনলাইন কাজের বিভিন্ন প্ল্যাটফরম রয়েছে। তবে এদের মধ্যে সব থেকে বেশি জনপ্রিয় হোল ফাইবার এবং আপওয়ার্ক । এই দুইটি ওয়েবসাইট গ্রাফিক্স ডিজাইন এর জন্য প্রচুর কাজের চাহিদা রয়েছে। আপনি এইখানে একটি অ্যাকাউন্ট করে আজ থেকেই ইনাকাম সুরু করতে পারেন।
নিজের ব্র্যান্ড তৈরি করতে পারবেন।
আপনি চাইলে আপনার নিজের ডিজাইন স্টুডিও বা ব্র্যান্ড গড়ে তুলতে পারেন এখন খুব সহজেই। এটি আপনাকে একজন উদ্যোক্তা হওয়ার দিকেও নিয়ে যেতে পারে।
গ্রাফিক্স ডিজাইনের শাখাগুলো হলো
গ্রাফিক্স ডিজাইন মানেই কিন্ত শুধু লোগো বানানো নয়। গ্রাফিক্স ডিজাইন অনেক শাখা- উপ-শাখায় বিভক্ত। নিচে এর কিছু গুরুত্বপূর্ণ শাখা তুলে ধরা হলো:
১। লোগো ডিজাইন ঃ যেকোনো কিছুর লোগো হতে পারে। সেটা কোন কম্পানির বা কোন ব্রান্ড এর লোগো হতে পারে। কারন একটি লোগো যেকোনো কম্পানির জন্য খুবি গুরুত্তপূর্ণ।
২। ব্র্যান্ডিং ও আইডেন্টিটি ডিজাইন ঃ শুধু লোগো নয়, বরং বিভিন্ন ব্র্যান্ডের জন্য রং, ফন্ট, টেমপ্লেট, ভিজিটিং কার্ড, প্যাকেজিং ইত্যাদি সব কিছুই হলো গ্রাফিক্স ডিজাইন।
৩। ইউজার ইন্টারফেস (UI) এবং ইউজার এক্সপেরিয়েন্সও (UX) গ্রাফিক্স ডিজাইন এর একটি অংশ। গ্রাফিক্স ডিজাইন এর মাধমে একটি ওয়েবসাইট বা একটি মোবাইল অ্যাপ ব্যবহারকারী যাতে সহজে ব্যবহার করতে পারে, তার জন্য বিভিন্ন রকম ডিজাইন প্রস্তুত করা হয়।
৪। প্রিন্ট ডিজাইন ঃ বিভিন্ন রকম প্রিন্ট ডিজাইন যেমন পোস্টার, ফ্লায়ার, ম্যাগাজিন, বুক কভার, প্যাকেজ ডিজাইন ইত্যাদি ছাপার উপযোগী ডিজাইনও কিন্তু গ্রাফিক্স ডিজাইন।
৫। মোশন গ্রাফিক্স ঃ এমনকি বর্তমানে আমরা যে সকল এনিমেশন, ভিডিও টাইটেল, ইউটিউব ইন্ট্রো, ইত্যাদি দেখি সেই সব কিছুই গ্রাফিক্স ডিজাইন এর কাজের একটি অংশ।
গ্রাফিক্স ডিজাইন এর গুরুত্তঃ
বর্তমানে ডিজিটাল যুগে গ্রাফিক্স ডিজাইন এর গুরুত্ত অপরিসীম। বর্তমানে একটি ভিজিটিং কার্ড এর ডিজাইন থেকে শুরু করে প্রমোশনাল ডিজাইন প্রোডাক্ট এর পাকেজিং ইত্যাদি সকল কাজেই গ্রাফিক্স ডিজাইন এর দরকার হয় বা ব্যাবহার করা হয়। দিন দিন এর ব্যাবহার আরও বেরে যাছে। তাই আমরা সহজেই বুঝতে পারি যে বর্তমান যুগে গ্রাফিক্স ডিজাইন এর গুরুত্ত কতখানি।
১। বাজার চাহিদা বেশি ঃ বর্তমানে ডিজিটাল মার্কেটিং, ই-কমার্স, সোশ্যাল মিডিয়া, মোবাইল অ্যাপ জাই করুন না কেন সবক্ষেত্রেই ডিজাইনারদের ব্যাপক চাহিদা রয়েছে।
২। সৃজনশীলতা প্রকাশের সুযোগ রয়েছে ঃ আপনি যদি শিল্প, রং ও নকশা ভালোবাসেন, তাহলে গ্রাফিক্স ডিজাইন হতে পারে আপনার জন্য দারুণ একটি ক্ষেত্র। আপনি আপনার চিন্তা, ভাবনা এবং কল্পনাকে ডিজাইনের মাধ্যমে প্রকাশ করতে পারবেন খুব সহজেই।
আমাদের দেশে গ্রাফিক্স ডিজাইনারের চাহিদাঃ
আমাদের দেশেও এখন গ্রাফিক্স ডিজাইনারের অনেক চাহিদা রয়েছে। কারন এখন আমাদের দেশের প্রায় সকল গার্মেন্টস এর পোশাক এর ডিজাইন করতেও গ্রাফিক্স ডিজাইনার লাগে। তাছারা বিভিন্ন বই এর কভার পেজ, ম্যাগাজিন, ভিবিন্ন অনলাইন বিজ্ঞাপন ইত্যাদি সকল কাজেও গ্রাফিক্স ডিজাইন এর ব্যাপক চাহিদা রয়েছে। তাই আপনি চাইলে আপনার পেশা হিসেবে গ্রাফিক্স ডিজাইন কে বেছে নিতেই পারেন।
আপনার যদি গ্রাফিক্স ডিজাইনের উপর দক্ষতা থাকে তাহলে আপনি নিচের পেশাগুলোর যেকোনো একটি পেশাকে আপনার পেশা হিসাবে বেছে নিতে পারেন:
গ্রাফিক ডিজাইনার (ফুলটাইম)
ফ্রিল্যান্সার
UI/UX ডিজাইনার
ব্র্যান্ড কনসালটেন্ট
আর্ট ডিরেক্টর
মোশন ডিজাইনার
ডিজাইন টিচার / কোচ
বাংলাদেশে এবং আন্তর্জাতিক পর্যায়ে গ্রাফিক্স ডিজাইন অনেক চাহিদা রয়েছে। অনেকেই গ্রাফিক ডিজাইনের মাধ্যমে মাসে হাজার হাজার ডলার আয় করছেন।

কিছু গুরুত্বপূর্ণ টিপস
ট্রেন্ড সম্পর্কে জানুন – ডিজাইনের জগতে ট্রেন্ড খুব দ্রুত বদলায়, নতুন ফন্ট, রং ব্যবহারের ধারা, ফ্ল্যাট ডিজাইন, মিনিমালিজম ইত্যাদি সম্পর্কে আপডেট থাকুন।
সব সময় নিজস্ব স্টাইল তৈরি করুন – অন্যদের অনুকরণ না করে নিজের মৌলিক ডিজাইন স্টাইল তৈরি করুন। কখনো কাউকে কপি করবেন না।
আপনার নিজের পোর্টফোলিও তৈরি করুন – নিজের কাজগুলো আপনার পোর্টফোলিওতে সুন্দরভাবে সাজিয়ে Behance বা ব্যক্তিগত ওয়েবসাইটে প্রদর্শন করুন।
আপনি যদি একজন সফল ফ্রিল্যান্সার হতে চান তাহলে ক্লায়েন্ট হ্যান্ডলিং শিখুন – ফ্রিল্যান্সিং করতে হলে কেবল ভালো ডিজাইন করলেই হবে না, সাথে সাথে আপনার মধে ভালো কমিউনিকেশন স্কিল থাকাও প্রয়োজন।
আমরা আজকে গ্রাফিক্স ডিজাইন নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। এর পরও আপনাদের যদি কোন কিছু জানার থাকে বা বুঝার থাকে তাহলে অবশই এই আর্টিকেল এর কমেন্ট এ আমাকে জানাবেন। আমি উত্তর দেয়ার চেষ্টা করব
আপনি যদি আজ থেকে শিখা শুরু করেন, তবে দেখবেন কয়েক মাসের মধ্যেই আপনি নিজেকে একজন গ্রাফিক্স ডিজাইনার হিসেবে গড়ে তুলতে পারবেন। তাহলে আর দেরি কেন সাফল্যের শুরুটা আজ থেকেই হোক! আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকুন কথা হবে পরের আরেকটি আর্টিকেল এ সকলকেই ধন্যবাদ।